সোমবার, এপ্রিল ৭, ২০২৫

নির্বাচনের রোড ম্যাপ না দিলে রাস্তায় নামতে বাধ্য হবো: খায়রুল কবির খোকন

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ না দিলে রাস্তায় নামতে বাধ্য হবো উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ড. ইউনুস বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন। আমাদের স্পষ্ট বক্তব্য, নির্বাচনের সাথে সংস্কারের কোন বিরোধ নাই। এই সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ না দিলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।

শনিবার (৫ এপ্রিল) রাতে নরসিংদী সরকারি কলেজ প্রঙ্গনে জেলা ছাত্রদল আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব বেরিয়ে আসবে। নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না।

তিনি বলেন, কিছু লোকজন আমাদের দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন ইতোমধ্যে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। কোন ব্যক্তির দায় বিএনপি নিবে না। মনে রাখতে হবে আমাদের চূড়ান্ত বিজয় এখনো হয় নাই। আংশিক বিজয় হয়েছে মাত্র। আগামী দিনে যেনো বিএনপি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে সে জন্য আপনাদের ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে।

জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, ইকবাল হোসেন শ্যামল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img