ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় প্রতি ৪০ মিনিটে একটি করে শিশু হত্যা করছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এখন পর্যন্ত ১৬ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে ইসরাইল।
সোমবার (৫ মে) গাজ্জার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এক সংবাদ সম্মেলনে গাজ্জার স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত ফিল্ড হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস জানান, চলতি বছরের মার্চের শুরুতে ইসরাইল ক্রসিং বন্ধ করে দেওয়ার পর থেকে মানবিক পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়ে গেছে, যার ফলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এতে হাজার হাজার শিশু এবং গর্ভবতী মহিলা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, যা সংকটকে আরও বাড়িয়ে তুলছে।
তিনি বলেন, বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে ইসরাইলি হামলা ও ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার কারণে অনেক শিশু দিনে মাত্র একবার তাও অসম্পূর্ণ খাবার খেয়ে বেঁচে আছে। এছাড়া বিশুদ্ধ পানি ও সঠিক পুষ্টির অভাব তো রয়েছেই।
তিনি আরও বলেন, হাজার হাজার শিশু মৌলিক চাহিদা ছাড়াই বাস্তুচ্যুত কেন্দ্রগুলোতে বাস করছে। অন্যদিকে গর্ভবতী নারীদেরও হাসপাতালে পৌঁছানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।