ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজ্জায় যুদ্ধবিরতিতে আগ্রহী নন বলে মন্তব্য করেছেন কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আদনান হায়াজনেহর।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
অধ্যাপক আদনান বলেন, বন্দীদের মুক্তির পর ‘যুদ্ধবিরতি অব্যাহত থাকার কোনো আশা নেই। ইসরাইল ‘ফিলিস্তিনিদের হত্যার পুরনো গল্পেই ফিরে যাবে।’
তিনি বলেন, ‘আমি মনে করি ইসরাইলের উদ্দেশ্য খুবই স্পষ্ট। তারা এমন এক ভূমিতে নামতে চায় যেখানে কোনো মানুষ থাকবে না। তাই ফিলিস্তিনিদের সামনে তিনটি বিকল্প রাখা হয়েছে- অনাহারে মারা যাও, নিহত হও অথবা ভূমি ছেড়ে চলে যাও।’
তিনি আরও বলেন, ‘ফিলিস্তিন এবং হামাস একটি সামগ্রিক যুদ্ধবিরতি, মানুষ হত্যা বন্ধ এবং সঙ্ঘাতের অবসানে আগ্রহী। কিন্তু ইসরাইল কেবলমাত্র তাদের বন্দীদের মুক্তি নিশ্চিত করার স্বল্পমেয়াদী লক্ষ্যেই চুক্তি করতে আগ্রহী।’
সূত্র: আল জাজিরা