সোমবার | ৭ জুলাই | ২০২৫

আফগান সরকারকে স্বীকৃতি দেওয়ায় রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছে আন্তর্জাতিক উলামা পরিষদ

spot_imgspot_img

আন্তর্জাতিক মুসলিম উলামা পরিষদের প্রধান শায়েখ ড. আলী মুহিউদ্দীন কারাদাগী রাশিয়ার পক্ষ থেকে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি এ সিদ্ধান্তকে আফগান জনগণের ইচ্ছার প্রতি সম্মান হিসেবে উল্লেখ করেছেন এবং মুসলিম দেশগুলোর প্রতি অনুরোধ করেছেন যেন তারা এ পথ অনুসরণ করে।

শায়েখ কারাদাগী বলেন, আমরা রাশিয়া ফেডারেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা এমন একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, যা সঠিক পথে অগ্রসর হয়েছে। এ সিদ্ধান্ত আফগান জনগণের ইচ্ছার প্রতি স্পষ্ট সম্মান প্রদর্শন করছে এবং এমন এক রাজনৈতিক ও নিরাপত্তা বাস্তবতাকে স্বীকৃতি দিচ্ছে, যা গড়ে উঠেছে আফগান জনগণের প্রচেষ্টায়, কোনো বিদেশি অভিভাবকত্ব বা হস্তক্ষেপে নয়।

তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম, এবং এখনো আশা করছি, ইসলামি দেশগুলোই সবার আগে এই স্বীকৃতি প্রদানে এগিয়ে আসবে। এ বিষয়ে আমরা বহু নেতা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তরিকভাবে চেষ্টা করেছি। আজ আমরা আবারও আহ্বান জানাচ্ছি, ইসলামি দেশগুলো যেন আর সময় নষ্ট না করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে দ্রুত পদক্ষেপ নেয়। কারণ সময় কারও জন্য অপেক্ষা করে না, আর শূন্যস্থান থাকলে তা অন্য শক্তিগুলো পূরণ করে ফেলে।

শায়েখ কারাদাগী বলেন, মুসলমানদের একে অপরের সহায়তা ও সহযোগিতার জন্য ডাকা হয়েছে, দ্বন্দ্ব বা দেরির জন্য নয়। ইসলামি সরকারগুলোর মধ্যে পারস্পরিক স্বীকৃতি, বোঝাপড়া ও সম্মানের সম্পর্ক গড়ে তোলাই একমাত্র উপায়, যাতে বাইরের চাপের মুখে আমাদের টিকে থাকা সম্ভব হয় এবং অন্যদের আলাদা করার বা কোণঠাসা করার প্রচেষ্টা ব্যর্থ হয়।

তিনি বলেন, যদি আমরা নিজেরা একে অপরকে স্বীকৃতি না দিই এবং নিজেদের সরকারগুলোকে এমন সত্তা হিসেবে না দেখি, যা আমাদের জনগণের ইচ্ছা থেকে উদ্ভূত, তাহলে আমরা কীভাবে আশা করি বাইরের কেউ আমাদের শর্তহীনভাবে স্বীকৃতি দেবে? ইসলামি আমিরাত এমন কোনো সরকার নয়, যা বিদেশি ট্যাঙ্কের জোরে এসেছে বা বিদেশি আশীর্বাদের অপেক্ষায় শাসন করছে। বরং এটি তার বৈধতা পেয়েছে জনগণের সমর্থন, প্রতিরোধের শক্তি এবং দীর্ঘকাল যুদ্ধ, বিশৃঙ্খলা ও দখলদারির যুগের অবসান ঘটিয়ে স্থিতি ফিরিয়ে আনার সক্ষমতা থেকে।

শায়েখ কারাদাগী বলেন, আমাদের এখনই বুঝতে হবে, প্রকৃত স্বীকৃতি শুরু হয় নিজেদের ভেতর থেকে। আমরা একে অপরকে সমর্থন করলে বাইরের কেউ আর আমাদের স্বীকৃতি দিতে নিজেদের স্বার্থ খুঁজতে পারবে না। এখন সময় এসেছে মুসলিমদের নিজেদের পক্ষ থেকেই ইসলামি আমিরাতকে স্বীকৃতি দেওয়ার, যাতে বিষয়টি আর বাইরের শক্তির কঠোর হিসাব-নিকাশ বা দ্বিমুখী মানদণ্ডের হাতে বন্দি না থাকে, যা কাউকে প্রকৃত ন্যায্যতা দেয় না।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img