সোমবার, মে ১৯, ২০২৫

সাভারে বিজয় মিছিলে পুলিশের গুলিতে হতাহত শতাধিক; র এজেন্ট বলে অভিযোগ ছাত্রদের

spot_imgspot_img

শেখ হাসিনার সরকারের পতনে বিজয় উদযাপন কালে ছাত্র ও সাধারণ জনতাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়েছে পুলিশ।

সোমবার (৫ আগস্ট) সাভারের বাইপালে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা লোকজন জানান,  সন্ধ্যার দিকে বাইপাল হয়ে বিজয় উদযাপন করতে করতে ফেরার সময় হঠাৎ তাদের সমাগম লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে পুলিশের পোশাক পরিহিত কিছু লোক। ছাত্র ও সাধারণ জনতা এতে ঘাবড়ে না গিয়ে তাদের ধাওয়া করলে তারা পালাতে শুরু করে। এক পর্যায়ে সামনে থাকা একটি সেনাবাহিনীর গাড়িতে তারা উঠে পড়ে। গাড়ি চলতে শুরু করার পর আবার গাড়ির ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় গাড়িতে থাকা সেনা সদস্যরা তাদের কাছ থেকে গুলি ছিনিয়ে নেয় এবং সাভার ক্যান্টনমেন্টে নিয়ে যায়। ছাত্র ও সাধারণ জনতা জোটবদ্ধ হয়ে ওই পুলিশ সদস্যদের তাদের কাছে হস্তান্তরের দাবী জানালে নিরাপত্তার জন্য নিয়োজিত সদস্যরা তাদের হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। বিক্ষুব্ধ জনতাকে বলা হয় তাদের এখানে আটক রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তাদের বিচারের আওতায় আনবে সেনাবাহিনী।

এই ঘটনায় উপস্থিত জনতার একাংশ গুলিবিদ্ধদের তাৎক্ষণিকভাবে হাবিব ক্লিনিক ও গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায়। তারা মোবাইলে এসবের ভিডিও রেকর্ড করেন। ভিডিওতে, মাথায় ও কপালে গুলিবিদ্ধ ওনেক মৃত লাশ হাসপাতাল ও ক্লিনিকের বেডে পড়ে থাকতে দেখা যায়।

তারা জানান, সন্ধ্যায় নয় বরং আরো আগ থেকেই থেমে থেমে গুলি চালানো হচ্ছিলো। কিন্তু সন্ধ্যার দিকে পুলিশের পোশাক পরিহিত ৫-৬ লোক উন্মাদের ন্যায় গুলি চালায়। এই ঘটনায় দুপুর থেকে আনুমানিক দু’শত জনকে তারা হাসপাতাল ও ক্লিনিকে এনেছেন এবং অধিকাংশকেই কপাল ও মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।

এছাড়া ক্যান্টনমেন্টের সামনে অবস্থানরত বিক্ষুব্ধ জনতা অভিযোগ করেন, এলোপাতাড়ি গুলি চালানো পুলিশ সদস্যরা ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট। গণহত্যা চালানোর জন্য তাদের পুলিশী পোশাকে রাখা হয়েছিলো কিংবা তারা সরাসরি ভারতীয় র, সরকার তাদের নিয়ে এসেছিলো। এক্ষেত্রে তারা সরকারের পদত্যাগের পরও জনসাধারণের উপর গুলিবর্ষণ, এলোপাতাড়ি গুলি ছুড়ার পরও কপালের মাঝ বরাবর ও মাথায় গুলি লাগার বিষয়টিকে দাবির স্বপক্ষে যুক্তি হিসেবে উপস্থাপন করেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img