মঙ্গলবার | ১৫ জুলাই | ২০২৫

জিয়াউর রহমানের জাদুঘর সরিয়ে ফেলা হবে: তথ্য প্রতিমন্ত্রী

spot_imgspot_img

চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউজে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে থাকা “শহীদ জিয়া স্মৃতি জাদুঘর” সরিয়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

সোমবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, চট্টগ্রাম সার্কিট হাউজে জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত “শহীদ জিয়া স্মৃতি জাদুঘর” থেকে তার ব্যবহৃত জিনিস সরিয়ে নিয়ে বেতার কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে। খুনির স্মৃতি সংরক্ষণে রাষ্ট্রীয়ভাবে কোনো অর্থ ব্যয় করা ঠিক হবে না।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন গুপ্তঘাতক, পাকিস্তানের দালাল ও একজন খুনী। তাই তার নামে রাষ্ট্রের টাকায় কোনো জাদুঘর থাকতে পারে না। এ জন্য চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউজে জিয়ার নামে নামকরণ করা জাদুঘর সরিয়ে ফেলা হবে। সেই ভবনকে পুনরায় সার্কিট হাউজে পরিণত করা হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img