বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে তুর্কিয়ের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। এসময় হেলিকপ্টারে থাকা আটজনের মধ্যে সাতজনকে উদ্ধার করা হয়। বাকি একজনের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

“অপারেশন ক্ল-লক”-এর সরবরাহ মিশনে থাকা হেলিকপ্টারটি “প্রযুক্তিগত কারণে” জরুরী অবতরণে বাধ্য হয়।

তুর্কিয়ের সীমান্তের কাছে ইরাকের উত্তর মেটিনা, জ্যাপ এবং আভাসিন-বাসিয়ান অঞ্চলে পিকেকে সন্ত্রাসীদের ঘাটি উচ্ছেদের লক্ষ্যে গত এপ্রিল মাসে “অপারেশন ক্ল-লক” শুরু করা হয়।

এর আগে উত্তর ইরাকে পিকেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে “অপারেশন ক্ল-টাইগার” এবং “ক্ল-ঈগল” পরিচালনা করেছিলো তুরস্ক।

সূত্র : আনাদোলু ও মিডল ইস্ট মনিটর
spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ