বৃহস্পতিবার | ১১ সেপ্টেম্বর | ২০২৫

জুলাই যোদ্ধারা এদেশের সূর্য সন্তান: উপদেষ্টা আদিলুর

জুলাই যোদ্ধারা এদেশের সূর্য সন্তান বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, জাতি সারা জীবন তাদেরকে মনে রাখবে। ফ্যাসিবাদ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর, মানুষের অধিকার হরণের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছেন, তারা জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে জুলাই শহীদ সৃতিসম্ভের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে। তবে পরাজিত হয়েছে বলে কেউ আর ষড়যন্ত্র করবে না, এমন নয়। ফ্যাসিবাদ বারেবারে ফিরে আসার চেষ্টা করবে। তাকে দমন করতে হবে, পরাজিত করতে হবে।

তিনি বলেন, জুলাই যোদ্ধারা এদেশের সূর্য সন্তান। জাতি সারা জীবন তাদেরকে মনে রাখবে। ফ্যাসিবাদ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর, মানুষের অধিকার হরণের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছেন, জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। সারা দেশের মানুষ তাদের সাথে এক কাতারে এসে দাঁড়িয়েছিলেন। ৩৬ দিনের সংগ্রামে বাংলাদেশ মুক্ত হয়েছে। কিন্ত আমাদের সামনে বিচার এবং সংস্কারের কাজ এখনো বাকী আছে।

অর্ন্তবর্তী সরকার দেশের মানুষের অধিকার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ জানিয়ে তিনি বলেন, দেশের তরুণরা যে পথে আলো জ্বেলেছে সে পথে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। আমরা শহীদ পরিবারগুলোর সাথে একাত্ম হতে চাই, তাদের পাশে দাঁড়াতে চাই। জুলাই শহীদদের কবর বাঁধানো হচ্ছে, আহতদের চিকিৎসা প্রদান অব্যাহত আছে, সকল জেলায় শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হচ্ছে। কেবল শহীদ স্মৃতিস্তম্ভ দিয়ে শহীদদের স্মৃতি ধরে রাখা হবে না বরং জুলাই যাদুঘরেও শহীদদের সকল স্মৃতি চিহ্ন সংরক্ষণ করা হবে, তাদের সংগ্রাম গাঁথা এবং তাদের ওপর হওয়া ভয়াবহ অন্যায়ের চিহ্নগুলোও সংরক্ষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়া দৃশ্যমান হয়ে উঠছে। সংস্কারকেও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের তৃতীয় কাজ- নির্বাচন। নির্বাচনেরও ঘোষণা এসেছে। আমরা চেষ্টা করছি, আমাদের দায়িত্ব যতদূর সম্ভব বাস্তবায়ন করতে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img