সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

নতুন আইএসআই প্রধান নিয়োগ দিল পাকিস্তান

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-এর নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।

আইএসআই প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুমকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের নিয়ম অনুযায়ী, সেনাপ্রধানের পরামর্শ মেনে আইএসআইয়ের প্রধান পদে নিয়োগ দেন দেশটির প্রধানমন্ত্রী। বিদায়ী আইএসআইয়ের প্রধান ফাইজ হামিদকে পাকিস্তান সেনাবাহিনীর পেশওয়ার কর্পসের কমান্ডার পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফাইজ হামিদকে ২০১৯ সালের ১৬ জুন এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি গোয়েন্দা সংস্থাটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন। আর আইএসআই প্রধানের দায়িত্বে আসা লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুম এর আগে করাচি কর্পসের কমান্ডার ছিলেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img