বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করল বিএসএফ

ফেনীর ফুলগাজীতে রাজন (১৭) নামে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীকে গুলি করে আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (৪ অক্টোবর) রাতে উপজেলার আমজাদহাট ইউনিয়নের খাজুরিয়া সীমান্তের ২১৭৭ নম্বর সাব পিলারের কাছে এই ঘটনা ঘটে।

আহত রাজন খাজুরিয়া গ্রামের আবদুস শুক্কুরের ছেলে। সে পরশুরাম সরকারি কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে রাজন বাড়িতে যাওয়ার সময় ভারতীয় সীমান্ত এলাকা থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় কার্তুজের সেল এসে রাজনের গায়ে পড়লে সে আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

রাজনের বাবা আব্দুস শুক্কুর গণমাধ্যমকে জানান, বর্তমানে রাজন শঙ্কামুক্ত। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে কী কারণে বিএসএফ গুলি করেছে সেই বিষয়ে কিছু বলেননি তারা বাবা।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আবুল হাসিম বলেন, রাজন রাতে তার বাড়িতে যাওয়ার পথে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। সড়কটি একেবারে ভারতীয় সীমান্ত পিলার ঘেঁষা। এই সড়ক দিয়ে যাওয়ার সময় গুলি করছে বিএসএফ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন বলে জানান তিনি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img