সম্প্রতি গাজ্জায় ত্রাণ নিয়ে যাত্রা করা সুমুদ ফ্লোটিলার এক যাত্রী ইতালীয় সাংবাদিক লরেনজো ডি’আগোস্তিনো বলেছেন, ‘ইসরাইলি বাহিনী আমার অর্থ ও ব্যক্তিগত জিনিসপত্র চুরি করেছে।’
তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে নামার পর তিনি বার্তা সংস্থা এপিকে এ কথা বলেন।
লরেনজো বলেন, ‘ইসরাইলি সেনারা বন্দীদের দিকে বন্দুকের লেজার লাইট তাক করে ভয় দেখানোর চেষ্টা করেছেন। আটক কর্মীদের ওপর কুকুর লেলিয়ে দিয়েও ভয় দেখানো হয়েছে।’
উল্লেখ্য, গাজ্জা অবরোধ ভাঙতে এবং গাজ্জাবাসীদের ত্রাণ সরবরাহ করতে সমুদ্রে নৌকায় করে গাজ্জার উদ্দেশে যাত্রা করেন শত শত অধিকারকর্মী। পরে গাজ্জার কাছাকাছি গেলে গত বুধ থেকে শুক্রবারের মধ্যে ফ্লোটিলা নৌবহরে থাকা প্রায় ৪৫০ জনকে আটক করা হয়। পরে ধাপে ধাপে তাদের ছেড়ে দেয়া হয়।