মঙ্গলবার | ৭ অক্টোবর | ২০২৫

আমাদের টয়লেটের পানি পানে বাধ্য করা হয়েছে: ইসর|ইল থেকে মুক্ত সুমুদ নৌ-বহরের এক্টিভিস্ট

ইসরাইলী সেনারা সুমুদ নৌ-বহর থেকে আটককৃতদের টয়লেটের পানি পান করতে বাধ্য করেছে বলে জানিয়েছেন মুক্তি পাওয়া মালয়েশিয়ান এক্টিভিস্ট দুই বোন হেলিজা ও হাজওয়ানি হেলমি।

রবিবার (৫ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়।

গাজ্জা অবরোধ ভাঙতে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলায়’ যোগ দেওয়া মালয়েশিয়ার এই দুই এক্টিভিস্ট বোন বহরের ১৩৭ জনের সাথে শনিবার ইসরাইলী বন্দীদশা মুক্তি পান। গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল তুরস্কের মাধ্যমে তাদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে।

ইস্তাম্বুলে পৌঁছে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাতকারে এই দুই বোন বলেন, আপনারা কি কল্পনা করতে পারেন যে, আমরা টয়লেটের পানি পান করেছি? আমাদের তা পানে বাধ্য করা হয়েছে? আজ ৩দিন পর আমরা ইস্তাম্বুলে প্রথম খাবার খেয়েছি। এতদিন টয়লেট থেকে পানি খেয়ে ছিলাম, তারা আমাদের আর কিছুই খেতে দেয়নি।

এই দুই বোন আরো বর্ণনা করেন, কিছু লোক খুবই অসুস্থ হয়ে পড়েছিলো। তাদের জানানোর পর তারা (ইসরাইলী সেনারা) বলেছিলো, তারা কি মরে গিয়েছে? মরে তো আর যায়নি, তাই এটা কোনো সমস্যা নয়।

সংবাদমাধ্যমের তথ্যমতে, শনিবার মুক্তি পেয়ে ইস্তাম্বুলে পৌঁছা সুমুদ নৌ-বহরের ১৩৭ এক্টিভিস্টদের মধ্যে তুরস্কের ৩৬ জন ও মালয়েশিয়ার ২৩ জন এক্টিভিস্ট ছিলো।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img