রবিবার, মে ১৮, ২০২৫

১১ নারীকে ধর্ষণকারী সেই সভাপতি এখন কারাগারে

spot_imgspot_img

বরিশালের বাকেরগঞ্জে ১১ নারী ধর্ষণের অভিযোগে স্কুল কমিটির সভাপতি নওরোজ হীরাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক এসএম মাহফুজ আলম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ২৮ অক্টোবর এক স্কুলছাত্রীর মা নওরোজ হীরার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তিনি পূর্ব ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং কারকধা একেএম ইন্সটিটিউশন নামে একটি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য।

হীরার সঙ্গে একাধিক মেয়ের অবৈধ সম্পর্ক থাকার অভিযোগে কয়েক বছর আগে তার স্ত্রী তাকে তালাক দেন।

উল্লেখ্য, ৪ বছরে ফাঁদে ফেলে স্কুলছাত্রীসহ ১১ নারী ধর্ষণ করা তার একাধিক ভিডিও ১৯ অক্টোবর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে এক স্কুলছাত্রীর মা বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img