নির্বাচনে জিততে রিপাবলিকানের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা ডোনাল্ড ট্রাম্পের প্রয়োজন ২২টি ইলেক্টোরাল ভোট ও ডেমোক্র্যাটের হয়ে একই পদের জন্য লড়াই করা কমলা হ্যারিসের প্রয়োজন ৫৬টি ভোট।
বুধবার (৬ নভেম্বর) আল জাজিরার সর্বশেষ খবরে এই তথ্য প্রকাশ করা হয়।
খবরে বলা হয়, ২৬৭টি ইলেক্টোরাল ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন রিপাবলিকানের ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্র্যাটদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা কমলা হ্যারিসের ইলেক্টোরাল ভোট সংখ্যা ২১৪টি।
দেশটির নিয়ম অনুসারে প্রেসিডেন্ট হওয়ার জন্য উক্ত পদপ্রার্থীদের ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়। নির্বাচনে জিতলে ট্রাম্প ২য় বারের মতো বিশ্ব পরাশক্তি ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দোসর খ্যাত রাষ্ট্রটির প্রেসিডেন্ট হবেন।











