সোমবার | ২২ ডিসেম্বর | ২০২৫
spot_img

যতদিন বাঁচব, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বাঁচব: লতিফ সিদ্দিকী

সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে। মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু আমার ধ্যান-জ্ঞান, আমার চিন্তা-চেতনা। যতদিন বেঁচে থাকব, মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকব, স্বাধীনতা নিয়ে বেঁচে থাকব, বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকব।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আবদুল কাদের সিদ্দিকী।

কাদের সিদ্দিকী বলেন, বিচার বিভাগের প্রতি এখনো আমাদের সবার আস্থা আছে। আজকে লতিফ ভাইয়ের জামিনে বিচার বিভাগের প্রতি এখনো যে সাধারণ মানুষের আস্থা, তাতে প্রমাণ বহন করে বলে বিশ্বাস করি। এ মামলায় যাদের অন্যায়ভাবে এখনো জেলে রাখা হয়েছে, আমি অনুরোধ করব সরকারের শুভবুদ্ধির উদয় হোক। তাদের ছেড়ে দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img