বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন তিনি।
যোগদানের আগে এহসানুল হুদা বলেন, আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে আছি। আমরা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জাতীয় দল থেকে বিএনপিতে যোগদান করছি। বিশ্বাস করি আগামী দিনে তারেক রহমান ও বিএনপির হাতকে শক্তিশালী করতে পারবো। বিএনপি ঘোষিত ৩১ দফার বাস্তবায়নে অতীতের মতো মাঠে নিজের সাধ্যমতো কাজ করার চেষ্টা করবো। যারা এই সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।











