বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

কাতার সফরে যাচ্ছেন এরদোগান; হচ্ছে নতুন চুক্তি

কাতার সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এই সফরে তিনি দেশটির আমীর শেখ তামিম বিন হামাদ আল ছানীর সঙ্গে বৈঠকে বসবেন। এ বৈঠক দুই দেশের সম্পর্ক আরও গভীর করবে।

রোববার তুরস্কের রাজধানী আঙ্কারায় কাতারের রাষ্ট্রদূত শেখ মুহাম্মদ বিন নাসের বিন জসিম আল ছানী এসব কথা বলেন।

আঙ্কারায় কাতারের রাষ্ট্রদূত এক বিবৃতিতে বলেন, এ বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে নানা পদক্ষেপ সম্পর্কে আলোচনা হবে। এ ছাড়াও আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি বৈঠকে গুরুত্ব পাবে, পাশাপাশি বিভিন্ন খাত নিয়ে সই হবে নতুন চুক্তিও।

জসিম আল ছানী আরও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের শক্তি ও স্থায়িত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সহযোগিতার পাশাপাশি বন্ধুত্বের বহুমুখী বন্ধন দুই দেশকে সংযুক্ত করেছে।

প্রেসিডেন্ট এরদোগানের কাতার সফর নিয়ে তুর্কি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট এরদোগান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল ছানীর আমন্ত্রণে দোহা সফর করবেন। এ সফরে তিনি তুরস্ক-কাতার সর্বোচ্চ কৌশলগত কমিটির সপ্তম সভায় অংশ নেবেন।

বিবৃতিতে আরো বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট ও কাতারের আমিরের মধ্যে বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রীরা থাকবেন। এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি সহযোগিতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

সূত্র : ডেইলি সাবাহ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img