শুক্রবার, জুন ২০, ২০২৫

বিএনপি ১৩ বছরে ১৩ মিনিটও দাঁড়াতে পারেনি : ওবায়দুল কাদের

spot_imgspot_img

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বর সামনে রেখে হাঁকডাক। সরকার পতন করবেন ? আপনারা (বিএনপি) তো ১৩ বছরে ১৩ মিনিটও দাঁড়াতে পারেননি।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন। খালেদা জিয়া বলেছেন, এটা নাকি জোড়া তালি দিয়ে হচ্ছে। এ মাসের শেষে মেট্রোরেল উদ্বোধন হবে। শেখ হাসিনা এক সাথে ১০০ সেতু উদ্বোধন করেছেন, এটা মুখের কথা না।

তিনি আরও বলেন, শত্রুর মুখে ছাই দিয়ে, বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে। আজকে বাংলাদেশের মুদ্রাস্ফীতি ৯ দশমিক ৫ নেমে সর্বশেষ ৮ দশমিক ৮৫ এ এসেছে। রপ্তানি আয় আবারও বাড়ছে। আমার বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশের রেমিটেন্সও বাড়ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী সঠিক পথে আছে, সামলিয়ে যাচ্ছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img