গতকাল দিবাগতরাতে পাক-আফগান সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনার সূত্রপাত প্রথমে পাকিস্তান করেছে বলে দাবি করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।
তিনি বলেন, আজ পাকিস্তানি বাহিনী আফগান ভূখণ্ডের ভেতরে অবস্থিত স্পিন বোলদাক জেলায় সংঘর্ষের সূচনা করে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় তিনি এ দাবি করেন।
মাওলানা মুজাহিদ বলেন, “পাকিস্তানি পক্ষের আগ্রাসী তৎপরতার জবাবে আফগান বাহিনী বাধ্য হয়ে পাল্টা প্রতিক্রিয়া জানায়।”
তিনি আরও বলেন, স্পিন বোলদাক এলাকায় আফগান বাহিনী ও পাকিস্তানি মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষ এখনো চলমান রয়েছে। এই সংঘর্ষে উভয় পক্ষই হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করছে।
সূত্র: হুরিয়াত রেডিও









