বৃহস্পতিবার | ৮ জানুয়ারি | ২০২৬
spot_img

পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান

মঙ্গলবার (৬ জানুয়ারি) পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে দাবি করেন, বর্তমানে আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠী ও নিষিদ্ধ সংগঠনগুলোর উপস্থিতি রয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্রের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, এসব বক্তব্য বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই এবং একজন দায়িত্বশীল সামরিক কর্মকর্তার প্রত্যাশিত মানদণ্ডের সঙ্গেও সাংঘর্ষিক।

তিনি পাকিস্তানি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, দুই দেশের সম্পর্কের সংবেদনশীলতা বিবেচনা করে তারা যেন দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহার করে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর বক্তব্যের প্রতিক্রিয়া জানান মাওলানা মুজাহিদ।

বিবৃতিতে মাওলানা মুজাহিদ বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান এ ধরনের দায়িত্বহীন ও উসকানিমূলক মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে।

তিনি সংশ্লিষ্ট পাকিস্তানি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, আফগানিস্তানের বিরুদ্ধে অযৌক্তিক প্রচারণা চালানোর বা সরকারি অবস্থানের সীমারেখা ছাড়িয়ে মন্তব্য করার পরিবর্তে তারা যেন নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানে মনোযোগ দেয়।

তিনি বলেন, “আফগানিস্তান একটি স্বাধীন ও স্থিতিশীল দেশ। আমাদের রয়েছে শক্তিশালী নিরাপত্তা কাঠামো এবং সক্ষম নেতৃত্ব। আমরা পুরো দেশের ওপর পূর্ণ সার্বভৌম কর্তৃত্ব প্রয়োগ করি।”

মুজাহিদ জোর দিয়ে বলেন, “আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক কোনো বক্তব্য বা হুমকিমূলক ভাষা আফগান জাতির কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়।”

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ