বৃহস্পতিবার | ৮ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসরাইলি গোয়েন্দাকে ফাঁসি দিল ইরান

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আলি আর্দেসতানি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

বুধবার (৭ জানুয়ারি) ইরানের বিচারব্যবস্থার মিডিয়া আউটলেট মিজান এ তথ্য জানিয়েছে।

মিজান জানিয়েছে, “আলি আর্দেসতানিকে দেশের সংবেদনশীল তথ্য সরবরাহ করার মাধ্যমে মোসাদ গোয়েন্দা সংস্থার পক্ষে গুপ্তচরবৃত্তির অপরাধে সর্বোচ্চ আদালতের অনুমোদন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।”

ইরান বহু বছর ধরে দেশের মধ্যে ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংযোগ থাকার অভিযোগে বহু ব্যক্তিকে ফাঁসি দিচ্ছে। বিশেষত গেল বছর এই ধরনের ফাঁসির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুন মাসে ইসরাইলি ও মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর দুই দেশের মধ্যে সরাসরি মুখোমুখি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই ফাঁসির ঘটনা বৃদ্ধি পেয়েছে।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ