বৃহস্পতিবার | ৮ জানুয়ারি | ২০২৬
spot_img

মোদি আমাকে বলেছিল, স্যার আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ান তেল কেনা নিয়ে শুল্ক উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা কেনাকাটা ও বাণিজ্য সংক্রান্ত একাধিক ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে ‘স্যার’ বলে সম্বোধন করেছিলেন মোদি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির হাউস সদস্যদের এক রিট্রিটে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, “ভারত ৬৮টি অ্যাপাচি হেলিকপ্টার অর্ডার করেছিল, তারা পাঁচ বছর ধরে অপেক্ষা করছে। আমরা এটি পরিবর্তন করছি। এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদি আমার সঙ্গে দেখা করতে আসার আগে বললেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি?’ আমি বললাম, ‘হ্যাঁ’।”

এরপরই ট্রাম্প মোদির সঙ্গে তার সুসম্পর্কের কথাও পুনর্ব্যক্ত করেছেন। তবে রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর আরোপিত উচ্চ শুল্কের প্রতি মোদির অসন্তুষ্টির কথা তিনি তুলে ধরেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে, কিন্তু ভারত উচ্চ শুল্ক দিচ্ছে বলে তিনি আমার উপর খুশি নন।’

ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়েছে দাবি করে ট্রাম্প আরও বলেন, ‘তারা রাশিয়া থেকে তেল কেনা খুবই উল্লেখযোগ্যভাবে কমিয়েছে, আপনারা জানেন।’

রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখলে ভারতের ওপর আরও শুল্ক আরোপ করা হবে বলে নতুন করে হুমকি দেওয়ার একদিন পরই এই মন্তব্য করলেন ট্রাম্প।

গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ। তিনি একজন ভালো মানুষ। তিনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ। তারা বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক বাড়াতে পারি।’

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ