বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্কে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এরদোগান

তুরস্কের দক্ষিণ-পূর্বের বেশ কয়েকটি প্রদেশে মারাত্মক ভূমিকম্প আঘাত হানার পর ৭ সাত দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এক টুইটার বার্তায় এ ঘোষণা প্রদান করেন।

টুইটার বার্তায় বলা হয়েছে, “৬ ফেব্রুয়ারি সংঘটিত মারাত্মক ভূমিকম্পের কারণে আমাদের দেশে ৭ দিনের জন্য জাতীয় শোক ঘোষণা করা হচ্ছে। ১২ ফেব্রুয়ারি রবিবার সূর্যাস্ত পর্যন্ত আমাদের দেশের প্রতিষ্ঠান গুলিতে পতাকা অর্ধনমিত উত্তোলন করা হবে।”

উল্লেখ্য, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ভূমিকম্পে তুরস্কের ২ হাজার ৩৭৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ হাজার ৪৮৩ জন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ