রবিবার, মে ১১, ২০২৫

এরদোগানের নেতৃত্বে তুরস্ক ভূমিকম্পের বিপর্যয় কাটিয়ে উঠবে : চীনা প্রেসিডেন্ট

spot_imgspot_img

গতকাল সোমবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে তুরস্ক। ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে ব্যাপক প্রানহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তুরস্কের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেছেন, “আমি বিশ্বাস করি তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগানের নেতৃত্বে তুরস্ক এই বিপর্যয় কাটিয়ে উঠবে ও তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করবে।”

এ দুর্যোগের কারণে ৭ সাত দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

উল্লেখ্য, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ভূমিকম্পে তুরস্কের ২ হাজার ৩৭৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ হাজার ৪৮৩ জন।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img