অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। আর এ বিষয়টির প্রতি স্বাগত জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল ছানী।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেনের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন আল ছানী।
তিনি বলেন, “গাজ্জায় যুদ্ধ বিরতির চুক্তির বিষয়ে হামাসের প্রতিক্রিয়া পেয়েছি আমরা। এই বিষয়ে এখনো চিন্তাভাবনা করছে হামাস, তবে তা ইতিবাচক।”
তিনি আরো বলেন, “কায়রো ও ওয়াশিংটনের সহায়তায় যত দ্রুত সম্ভব একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছি আমরা”
যদিও এই চুক্তিতে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সে সম্পর্কে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানাননি কাতারের প্রধানমন্ত্রী। তবে ‘বন্দী বিনিময়’ অবশ্যই একটি বড় ইস্যু বলে জানিয়েছেন তিনি।
সূত্র: মিডল ইস্ট মনিটর










