শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

অধিকার আদায়ের লাড়াই চালিয়ে যাবে ফিলিস্তিনিরা : হামাস

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেছেন, ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যাবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ওসামা হামদান বলেন, ফিলিস্তিনিরা তাদের অধিকার নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং কয়েক দশক ধরে চলা এই প্রচেষ্টা ছেড়ে দেবে না।

তিনি বলেন, যদি আন্তর্জাতিক সম্প্রদায় তাদের অধিকার ফিরিয়ে দেয়, তবে ভালো। আর যদি না হয়, তবে তারা প্রতিরোধ চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, ১৫ মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসনের পর এটা স্পষ্ট যে আপনি ফিলিস্তিনি জনগণকে পরাজিত করতে পারবেন না। এই জাতি ৭৫ বছরেরও বেশি সময় ধরে তাদের বৈধ অধিকারের জন্য লড়াই করে আসছে। আমরা হাল ছাড়ব না।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img