গাজ্জা উপত্যকা থেকে ফিলিস্তিনি নাগরিকদেরকে জোর করে বিতারিত করতে সৈন্যদেরকে নির্দেশ দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইসরাইল কাতজ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ আদেশ দেন ইসরাইল কাতজ।
এক বিবৃতিতে ইসরাইল কাতজ বলেন, আমি গাজ্জা অধিবাসীদের স্বেচ্ছায় উপত্যকা থেকে সরে যাওয়া ব্যবস্থা করতে একটি পরিকল্পনা তৈরি করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি।
তিনি বলেন, গাজ্জার কোনো অধিবাসী যদি উপত্যকা ত্যাগ করতে চায় এবং বিশ্বের কোনো দেশ তাকে গ্রহণ করতে রাজি হয় তাহলে ইসরাইলি সেনাবাহিনী তার চলে যাওয়ার পুরো ব্যবস্থা করে দেবে।
তিনি আরও বলেন, স্থল ক্রসিংগুলোর পাশাপাশি সাগর বা আকাশপথেও যাতে গাজাবাসীকে বিদেশে পাঠিয়ে দেয়া যায় সেজন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। ইসরাইলি যুদ্ধমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজাবাসীর একটি বিশাল অংশ সারাবিশ্বের বিভিন্ন দেশে পুনর্বাসিত হতে পারবে।











