বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ৫ লাখ বাড়ি নির্মাণের ঘোষণা এরদোগানের

তুরস্কের ভূমিকম্প কবলিত দক্ষিণাঞ্চলে গৃহহীনদের জন্য সবমিলিয়ে প্রায় ৫ লাখ বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

সোমবার (৬ মার্চ) তুরস্কের রাজধানী আঙ্কারায় মন্ত্রীসভার বৈঠক শেষে এরদোয়ান এ ঘোষণা দেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বৈঠক শেষে এরদোয়ান বলেন, আজ, ভূমিকম্পের পর থেকে আমরা চারটি সপ্তাহ পেছনে ফেলে এসেছি। এই সময়ের মধ্যে আমরা ভূমিকম্প যে বিপর্যয় ডেকে এনেছে এবং স্বজন হারানোর যে ব্যথা আমাদের মনে জাগিয়ে তুলেছে তা আরও গভীরভাবে অনুভব করছি।

এরদোয়ান আরও বলেন, আমাদের লক্ষ্য আগামী দুই মাসে শহরে ২ লাখ ৪৪ হাজার এবং গ্রামাঞ্চলে ৭৫ হাজার বাড়ি নির্মাণ করা। এরই মধ্যে ২২ হাজার বাড়ির নির্মাণকাজ শুরু হয়ে গেছে।

এ সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এক বছরের মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ অঞ্চলে জন্য মোট ৪ লাখ ৮৮ হাজার নতুন বাড়ি তৈরি করা হবে। আগামী দুই মাসের মধ্যে আরও ১ লাখ কন্টেইনার স্থাপন করা হবে যাতে ভূমিকম্পের শিকার ৫ লাখ মানুষ আরও একটু ভালোভাবে দিনাতিপাত করতে পারে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ