সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

মঙ্গলবার (৭ মার্চ) সকালের দিকে ভূমধ্যসাগর থেকে আলেপ্পো বিমানবন্দরে এ হামলা চালায় ইসরাইল।

সিরিয়ার সামরিক সূত্র জানায়, ইসরাইলি হামলায় বিমানবন্দরের রানওয়ের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেগুলো আপাতত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

গত মাসে সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর এই আলেপ্পো বিমানবন্দর দিয়ে বিভিন্ন দেশ বিমানযোগে মানবিক ত্রাণ সহায়তা পাঠাচ্ছে। ইসরাইলি হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত ত্রাণ সহায়তা পাঠানো অনিশ্চিত হয়ে পড়লো।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img

এই বিভাগের

spot_img