বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

আল আকসায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে তুরস্কের মুসলিম লেখক ও শিক্ষাবিদরা

মসজিদুল আকসায় নামাজরত শতশত মুসল্লির উপর ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্কের মুসলিম লেখক ও শিক্ষাবিদদের নিয়ে গঠিত সংগঠন ‘আইবির’।

বিবৃতিতে সংগঠনটির প্রধান ফাতিহ সাভাসান বলেন, “গত ৫ এপ্রিল মসজিদ আল আকসায় ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই আমরা। পবিত্র রমজান মাসে চালানো হামলাটি ইহুদিবাদী ইসরাইলকে আবারো একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবেই সংজ্ঞায়িত করেছে।”

তিনি আরো বলেন, “প্রতি বছর রমজান মাসে ভয়াবহ হামলা চালানো যেন একটি অভ্যাসে পরিণত হয়েছে দখলদার ইসরাইলের। এসব হামলার লক্ষ্য শুধুমাত্র ফিলিস্তিনের আহত ও ভয় দেখানোই নয় বরং পুরো বিশ্বের মুসলমানদের অপমানিত ও লাঞ্ছিত করা করা।”

বিবৃতিতে তিনি আরো উল্লেখ করেছেন, দখলকৃত অঞ্চলগুলিতে উগ্রবাদী পদক্ষেপের মাধ্যমে ইসরাইল সকল মানবাধিকার লংঘন করে চলেছে।

তিনি বলেন, “পুরো মানবজাতির জন্য এটি একটি কলঙ্কময় অধ্যায় যে এসব মানবাধিকার লংঘনকারীদের এখনো কোনো বিচার হয়নি। তবে অবশ্যই এমন একটি দিন আসবে যেদিন দখলদার ইসরাইলের উচ্চ পদস্থ রাষ্ট্রীয় কর্মকর্তাদের এসব লঙ্ঘনগুলোর জন্য দায়ী করা হবে”

উল্লেখ্য, বুধবার (৫ এপ্রিল) আল আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের উপর হামলা চালায় দখলদার ইসরাইলী বাহিনী। এ হামলায় গ্রেনেড ও রাবার বুলেটের আঘাতে প্রায় কয়েক ডজন মুসল্লী আহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে। লাঞ্ছিত করা হয়েছে মসজিদে উপস্থিত মুসল্লিদের। গ্রেনেড বিস্ফোরিত হয়েছে মসজিদ প্রাঙ্গনে। শুধু তাই নয় আহত ফিলিস্তিনিদের স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য রেড ক্রিসেন্ট থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হলেও তা দখলদার বাহিনীর আক্রমণের শিকার হয়।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ