গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বিশ্ববাসীকে হরতাল ও বিক্ষোভ মিছিল করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
রোববার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
প্রতিবেদন থেকে জানা যায়, হামাস বলেছে- আমরা গাজ্জায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী হরতাল, ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করার আহ্বান জানাচ্ছি।
হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, দখলদার শক্তি আলোচনার মাধ্যমে যা করতে ব্যর্থ হয়েছে, গণহত্যা ও আগ্রাসনের মাধ্যমে তা কখনোই পারবে না।
হামাস আরও বলেছে, এখন সামনে একটাই মাত্র পথ। তা হলো দখলদারদের বিরুদ্ধে ফুঁসে ওঠা। আর পশ্চিমতীরের সাথে ইসরাইলের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়া।