শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

সংসদ সদস্য মনোরঞ্জন শীল করোনায় আক্রান্ত

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (৫ জুন) জাতীয় সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের কথা জানা যায়।

এ বিষয়ে মনোরঞ্জন শীল গোপাল জানান, সংসদে প্রবেশের আগে বাধ্যতামূলক করোনা টেস্ট করতে হয়। সে কারণে শুক্রবার জাতীয় সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারে নমুনা দেন তিনি। শনিবার রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ।

তিনি জানান, শরীরে জ্বর ও ব্যথা অনুভব করছেন। তবে শারীরিকভাবে ভালো আছেন। তিনি মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের এমপি হোস্টেলে অবস্থান করছেন।

দেশে করোনার টিকা কার্যক্রম শুরুর প্রথম দিনই ৭ ফেব্রুয়ারি মনোরঞ্জন শীল গোপাল প্রথম টিকা গ্রহণ করে কার্যক্রমের উদ্বোধন করেন। গত ৮ এপ্রিল তিনি করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। প্রায় দুই মাস পর তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়লো।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img