বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের জন্য ইউনিফর্ম পড়া বাধ্যতামূলক করলো ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
সোমবার (৭ জুলাই) দেশটির স্বররাষ্ট্র মুখপাত্র আব্দুল মতিন কা’নী এক বিবৃতিতে একথা জানান।
স্বররাষ্ট্র মুখপাত্রের ভাষ্যমতে, বাহিনীর ইউনিফর্ম বিষয়ে আজ স্বররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাসদগণ এবিষয়ে একমত হয়েছেন যে, দায়িত্বপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও সদস্যরকে দায়িত্ব পালনের সময় আবশ্যিকভাবে আমিরুল মুমিনীন কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পড়তে হবে।
এর কারণ হিসেবে উল্লেখ করা হয় যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাহিনীর মূল দায়িত্ব হলো, নিরাপত্তা বজায় রাখা। আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং অপরাধের বিরুদ্ধে লড়াই করা। জনগণ যেনো সহজেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের চিনতে পারে, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ।
স্বররাষ্ট্র মুখপাত্র আব্দুল মতিন কা’নীর বক্তব্য অনুযায়ী, স্বররাষ্ট্র মন্ত্রী খলিফা সিরাজুদ্দীন হক্কানী সভাসদের এই সিদ্ধান্তের অনুমোদন দেন। দায়িত্ব পালনকালে পুলিশ সহ সব বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের জন্য আমিরুল মুমিনীন শায়েখ হেবাতুল্লাহ আখুন্দজাদা কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পড়া বাধ্যতামূলক করেন।
সংবাদমাধ্যমের তথ্যমতে, ইমারাত সরকার ক্ষমতায় আসার পর থেকে এতদিন যাবত বাহিনীর সদস্যদের ইউনিফর্ম পড়া বা না পড়ার কোনো বাধ্যবাধকতা ছিলো না। অনেক সামরিক কর্মকর্তা ও সদস্যকে কাবলির উপর সামরিক জ্যাকেট চড়াতে দেখা যেতো। আবার অনেককে কেবল সাধারণ কাবলি বা পাঞ্জাবি পড়ে দায়িত্ব পালন করতে দেখা যেতো। স্বররাষ্ট্র মন্ত্রণালয়ের আজকের সিদ্ধান্তের ফলে তাই এই শিথিলতা দূর হতে যাচ্ছে। দায়িত্ব পালনের সময় ইউনিফর্ম পড়া বাধ্যতামূলক হচ্ছে।