দখলকৃত জম্মু-কাশ্মীরে আবার দুই ভারতীয় সেনা আত্মহত্যা করেছে।
সোমবার (৭ জুলাই) কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ভারত দখলকৃত জম্মু-কাশ্মীরের দুটি পৃথক পৃথক জায়গায় দুই ভারতীয় সেনার আত্মহত্যার ঘটনা ঘটেছে।
আত্মহত্যা করা এই দুই সেনার একজন ভারতীয় সেনাবাহিনীর ‘৫৪ রাষ্ট্রীয় রাইফেলসের’ সাথে যুক্ত ছিলেন। অপরজন ছিলেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সদস্য। উভয়েই নিজেদের সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন।
এর মধ্যে একটি সংঘটিত হয়, কাশ্মীরে রাজৌরি থেকে ৪০ কিলোমিটার দূরে শোলকি গ্রামে অবস্থিত কোম্পানির হেডকোয়ার্টারের ভেতরে। অপরটি, সাম্বা জেলার রামগড় এলাকায় একটি ফরোয়ার্ড পোস্টে।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে, আত্মহত্যার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে এর রহস্য সম্পর্কে জানা যাবে।
এর আগে গত ১৭ জুনেও দুই ভারতীয় সেনার আত্মহত্যার ঘটনা ঘটেছিলো। পাঞ্জাব রাজ্যের চণ্ডীগড় শহরে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি) এর এক কনস্টেবল বিষপানে ও দখলকৃত জম্মু-কাশ্মীরের শ্রীনগর শহরে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিজ সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে নিজে গুলি করে আত্মহত্যা করেছিলেন।