বুধবার | ১৬ জুলাই | ২০২৫

ইরাকে মার্কিন সামরিক রসদবাহী বহরে হামলা

spot_imgspot_img

ইরাকের মধ্যাঞ্চলীয় বাবিল প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর রসদবাহী একটি বহরে হামলা হয়েছে।

বাবিল প্রদেশের কালসু সেতুর কাছে মার্কিন বহর হামলার শিকার হয়।

ইরাকের শাফাক নিউজ এজেন্সি জানায়, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনাদের জন্য সামরিক সরঞ্জামাদি নেওয়া হচ্ছিল ওই বহরে করে। কোন ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব এখন পর্যন্ত স্বীকার করে নি। তবে আসহাব আল-কাহাফ নামে একটি সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার একটি ভিডিও আপলোড করেছে। এ সংগঠন এর আগে কয়েকবার মার্কিন সামরিক বহরের উপর হামলার দাবি করেছিল।

২০২০ সালের ৫ জানুয়ারি ইরাকের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করা হয় যাতে ইরাক থেকে সমস্ত মার্কিন সেনা বহিষ্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল। এ প্রস্তাব অনুসারে ইরাক সরকার সেনা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানায়। তবে ওয়াশিংটন তাতে কোনও সাড়া দেয় নি।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img