করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৬৮৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৬৩৯ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ৭৯৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৬৬টি নমুনা সংগ্রহ এবং ২৭ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৯১ লাখ ১৮ হাজার ৮৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর ১৮ মার্চ দেশে প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।