সিরিয়া ইস্যুতে, মার্কিন যুক্তরাষ্ট্রকে সেখানে ঘাটি গেড়ে থাকা বিচ্ছিন্ন সন্ত্রাসী সংগঠনগুলোকে সহায়তা না করার বিষয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের পর একথা বলেন তিনি।
এরদোগান বলেন, “সিরিয়া ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা একাধিকবার সতর্ক করেছি যে, তারা যেন সেখানে অবস্থানরত সন্ত্রাসী সংগঠনকে কোন ধরনের সাহায্য সহযোগিতা না করে, তারপরও যদি তারা এটি চালিয়ে যায় তাহলে অত্র এলাকায় তাদের স্বার্থের পাশাপাশি অঞ্চলটি ও ক্ষতির সম্মুখীন হবে।”
এরদোগান আরো বলেন, সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার পাশাপাশি জনসংখ্যার উপর ভিত্তি করে এ অঞ্চলে সৃষ্ট সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে আসছে তুরস্ক।
তুরস্কের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে তিনি বলেন, আঙ্কারা এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখছে।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, “আমরা বিশ্বাস করি সবচেয়ে সঠিক ও স্থায়ী সমাধান হল একটি প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করা যেটি জনসংখ্যা বিষয়ক পরিসংখ্যান বিবেচনা করবে, বিশেষ করে (ইরাকি) কিরকুক শহরের।”
উল্লেখিত এই শহরটিতে তুর্কমানদের একটি বড় অংশ বসবাস করে। তবে সম্প্রতি সেখানে অস্থিরতা ও বিক্ষোভ দেখা দিয়েছে।
এরদোগান আরো বলেন, “আমরা এই প্রচেষ্টা বাস্তবায়নের জন্য এ অঞ্চলে প্রভাব বিস্তার করতে সক্ষম মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরানসহ বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানাচ্ছি।”
সূত্র: মিডল ইস্ট মনিটর











