ভারতের মধ্যপ্রদেশে প্রকাশ্য রাস্তায় এক নারীকে ধর্ষণ করেছে এক যুবক। সেই দৃশ্য অনেকে দাঁড়িয়ে দেখলেন, আবার কেউ কেউ ভিডিও রেকর্ডও করেন। ধর্ষিতা নারী করতেন কাগজ কুড়ানোর কাজ।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়লা ফটক এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, মধ্যপ্রদেশের উজ্জিয়িনীর কয়লা ফটক এলাকার এক ব্যস্ত রাস্তায় দিনের বেলা এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে। এই নির্মম অত্যাচার যখন চলছিল, তখন রাস্তায় দাঁড়িয়ে অনেকেই দেখেছেন। অনেকেই তার ভিডিও করেছেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। তবে প্রতিবাদ করে তখনই এই ঘটনাকে রুখে দিতে এগিয়ে যাননি কেউ।
স্থানীয় পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগীর সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল অভিযুক্তের। রাস্তার ধারে একটি বিশ্রামস্থলে তাকে নেওয়া হয়েছিল। সেখানেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সে সময় রাস্তার ধারে দাঁড়ানো প্রত্যক্ষদর্শীরা সেই ঘটনার ভিডিও রেকর্ড করেন, যা ভাইরাল হয়। ধর্ষণের পর ভুক্তভোগীকে হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যান যুবক। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। ভুক্তভোগীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। তার পর ভিডিওর ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়।
এদিকে এ ঘটনা প্রকাশ্যে আসার পর মধ্যপ্রদেশে রাজনৈতিক হট্টগোল শুরু হয়ে গেছে। রাজ্যের শাসকদল বিজেপিকে তুলোধনা করেছে কংগ্রেস। আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে আঙুল তুলেছেন। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও।











