শুক্রবার | ১৯ ডিসেম্বর | ২০২৫

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকারকে ঢাকার নবাবগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিআইডব্লিউটি-এর সাবেক চেয়ারম্যান ছিলেন।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কলাকোপা ইউনিয়নের একটি পার্কের ভিতরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, শনিবার রাতে পার্কের কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশে জানান। পুলিশ রাত ৩টা থেকে ঐ বাড়ির আশপাশে অবস্থান নেয়।

ওসি আরও জানান, খোঁজ নিয়ে জানান যায়, সাবেক অতিরিক্ত আইজিপি সামছুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে গুলশান থানায় ৭টি মামলা রয়েছে। এর ৫টি মামলায় তিনি জামিনে আছেন। বাকি ২টির আদালতের পরোয়ানা ছিল।

পুলিশ জানায়, এর মধ্যে তাঁর নামে ৫ কোটি টাকার চেক ডিজঅর্নার মামলার পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারের পর সকালেই তাকে ঢাকার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায়।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img