শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

হাটহাজারী মাদ্রাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস

চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় এ প্রতিবাদ জানান।

তারা বলেন, হাটহাজারী মাদ্রাসা শুধু চট্টগ্রাম নয়, সমগ্র বাংলাদেশে ইসলামী শিক্ষা, ঐতিহ্য ও আন্দোলনের অগ্রণী কেন্দ্র। বিগত ফ্যাসিবাদী দুঃশাসনসহ দেশীয় ও আন্তর্জাতিক প্রতিটি অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে এ মাদ্রাসার অবদান সর্বজনবিদিত। এমন একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় শতাধিক ছাত্র আহত হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তারা আরও বলেন, আমরা লক্ষ্য করছি, এই হামলাকারীদের সুস্পষ্ট রাজনৈতিক পরিচয় রয়েছে। তাদের কার্যকলাপ ছিল পরিকল্পিত উস্কানি ছাড়া কিছুই নয়। মসজিদ-মাদ্রাসা ও দ্বীনি প্রতিষ্ঠানসমূহে আঘাত করা মানে দেশের মুসলমানদের ঈমানি আবেগকে আহত করা। এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং জাতির আত্মপরিচয়ের ওপর আঘাত।

নেতৃদ্বয় বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের জোর দাবি, অবিলম্বে হামলাকারী এবং অনলাইন-অফলাইনে হামলার উস্কানিদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যাতে কেউ ধর্মীয় প্রতিষ্ঠানকে অবমাননা বা আক্রমণের সাহস না পায়।

তাঁরা আহত ছাত্রদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে সমাজের সব শ্রেণি ও পেশার মানুষকে আহ্বান জানান, ধর্মীয় মূল্যবোধ ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মান জানানো। বিভেদ সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং শান্তি, সৌহার্দ্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করা।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img