বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

ফ্যাসিবাদের দোসর নামধারী সুন্নীরা হাটহাজারী মাদরাসায় হামলা চালিয়েছে: হেফাজত

উম্মুল মাদারিস দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় আওয়ামী ফ্যাসিবাদের দোসর নামধারী সুন্নীরা হামলা চালিয়েছে উল্লেখ করে এ নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান সংগঠনের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজেদুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, “আমরা উম্মুল মাদারিস দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী ও চারিয়া মাদরাসায় গতরাতে ফ্যাসিবাদের দোসর সুন্নী নামধারীদের সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ মাদরাসায় হামলা মানে দেশের সব কওমী মাদরাসায় হামলার শামিল। এছাড়া আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের পথিকৃৎ ও অন্যতম জুলাই শক্তি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান দপ্তরও এই মাদরাসায়। ফলে এই ঐতিহ্যবাহী বৃহৎ কওমী মাদরাসাটি আওয়ামী ফ্যাসিবাদ ও ইন্ডিয়ান আধিপত্যবাদের হামলার নিশানায় পরিণত হয়েছে। গতকাল কথিত জশনে জুলুসকে উপলক্ষ করে ফ্যাসিস্ট লীগের মদদে এবং পুলিশের উদ্দেশ্যপ্রণোদিত নিষ্ক্রিয় ভূমিকার সুযোগে হাটহাজারী মাদরাসায় গভীর রাতপর্যন্ত সন্ত্রাসী হামলা চালায় একদল নামধারী সুন্নীরা।”

তারা বলেন, “আওয়ামী দোসর সুন্নী সন্ত্রাসীদের হামলায় হাটহাজারী মাদরাসার প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী আহন হন এবং অনেককে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠাতে হয়েছে। এ পরিস্থিতিতে কারা ভিকটিম তা বোঝার অপেক্ষা রাখে না। তাছাড়া, একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট মসজিদের উদ্দেশে সুন্নী সন্ত্রাসীদের অশ্লীল অঙ্গভঙ্গি ও গালিগালাজ এবং মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশে কটু মন্তব্য ও পাথর ছুঁড়ে উসকানিমূলক আচরণ কোনোভাবেই রাসুল (সা.)-এর শিক্ষা হতে পারে না। আমরা এসবেরও তীব্র নিন্দা জানাই।”

তারা আরও বলেন, “মাদরাসা কর্তৃপক্ষ ছাত্রদের নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। আমাদের ছাত্ররা একতরফা আহত হলেও আমরা আইনশৃঙ্খলার স্বার্থে বাড়তি রক্তপাত ও সংঘাত এড়াতে ধৈর্য ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়েছি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে চিহ্নিত উসকানিদাতা ও হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি এবং আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।”

নেতারা আরো বলেন, “২০১৩ সালে হেফাজতে ইসলাম যখন রাসুল (সা.)-এর নামে কটূক্তিকারী ব্লগারদের বিচার দাবিতে গণআন্দোলন শুরু করেছিল, তখন আওয়ামী ফ্যাসিবাদের দোসর এই জিঘাংসু ‘সুন্নী’রা হেফাজতের আন্দোলনের বিরুদ্ধে সমাবেশ করে ঘৃণা উগরে দিয়েছিল। এরা নিজেদের বড় ‘নবীপ্রেমিক’ দাবি করেন, অথচ যখন আমরা রাসুল (সা.)-এর সম্মান রক্ষায় শাহাদাতের রক্তে রাজপথ রঙিন করছিলাম, তখন তারা বসে বসে আমাদের রক্ত দেখে হেসেছিল।”

এসময় হামলাকারীদের হেদায়েত ও সঠিক বোধের জন্য দোয়া কামনা করেন হেফাজত নেতারা।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img