শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

হাটহাজারী মাদরাসায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ইসলামী আন্দোলনের

দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ নিন্দা জানান দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

বিবৃতিতে তিনি বলেন, “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মবার্ষিকী মানবতার জন্য একটি শুভ সূচনা। আমরা এইদিনের আনন্দে উদ্বেলিত। কিন্তু পালন করার রীতি ও প্রথা কী হবে, তা নিয়ে নানা মতভেদ আছে। একই রকমভাবে ইসলামে এর ব্যাখ্যা নিয়েও নানামত আছে। কিন্তু সেগুলোকে কেন্দ্র করে উম্মাহর মধ্যে ফাটল তৈরি করা এবং উম্মাহর একটা অংশকে শক্র জ্ঞান করার মতো যে মানসিকতা তৈরি হয় তা ভয়ংকর একই সাথে ইসলামের চেতনা বহির্ভুত। গতকাল হাটহাজারী মাদরাসার ওপরে যেভাবে হামলা করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।”

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “বাংলাদেশে ইসলাম প্রসারে এবং আওয়ামী ফ্যাসিবাদ উৎখাতে হাটহাজারী মাদরাসার অবদান শীর্ষে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসার সবচেয়ে রক্তময় নজরানা হাটহাজারী মাদরাসার নেতৃত্বেই পেশ করা হয়েছে। সেই হাটহাজারী মাদরাসার প্রতি যে কটাক্ষ ও যে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয়েছে এবং যে মানসিকতা থেকে করা হয়েছে তা ঘৃণ্য অপরাধ। বাংলাদেশের একটা শ্রেণী অব্যাহতভাবে দেশের প্রধান ইসলামী চিন্তাধারার প্রতি নানারকম বিদ্বেষ ছড়িয়েই যাচ্ছে। তারই একটি সহিংস প্রতিক্রিয়া হলো হাটহাজারী মাদরাসার ওপরে হামলা করা। ইসলামী আন্দোলন মনে করে, ইসলামের ভেতরকার মতভেদ নিয়ে পরস্পরের প্রতি বিদ্বেষ চর্চা পরিহার করতে হবে।”

তিনি বলেন, “হাটহাজারী মাদরাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ যে, তারা কুশলতা ও দ্রুততার সাথে উত্তেজনা কমিয়ে আনতে চেষ্টা করেছেন এবং কোনো উস্কানীতে পা দেওয়া থেকে শিক্ষার্থীদের বিরত রেখেছেন।”

মাওলানা গাজী আতাউর রহমান সতর্ক করে বলেন, “বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বহুমাত্রিক চক্রান্ত চলমান। ধর্মীয় মতপার্থক্য কেন্দ্রীক সংঘাত তৈরি করা তারই একটা অংশ হতে পারে। ফ্যাসিবাদ দেশকে অস্থির করতে এবং দেশকে অকার্যকর করতে এই ধরণের উত্তেজনার সুযোগ নিতে পারে। তাই সংশ্লিষ্ট সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহবান করছি।”

এ ঘটনার পেছনের কারণ উদঘাটন করা এবং অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবিও জানান তিনি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img