বুধবার | ৫ নভেম্বর | ২০২৫

বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

শুক্রবার (৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি বলা হয়েছে—দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিক থেকে সর্বোচ্চ ১৫ কিলোমিটার। এ ছাড়াও আজ সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img