ইয়েমেনে হুথি যোদ্ধাদের হাতে জাতিসংঘের আরও ৯ জন কর্মীকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সোমবার (৬ অক্টোবর) তিনি নিন্দা জানান। হুথি নিয়ন্ত্রিত এলাকায় জাতিসংঘের সম্পদ ও স্থাপনাগুলো জব্দ করার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানান তিনি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, হুথি ডি-ফ্যাক্টো কর্তৃপক্ষ সম্প্রতি আরও নয়জন জাতিসংঘ কর্মীকে আটক করেছে। যার ফলে ২০২১ সাল থেকে আটক হওয়া মোট জাতিসংঘের কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে।











