শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

ইসরাইলের প্রতি সমর্থন জানানোয় ভারতীয় নারীকে নির্বাসন দিলো কুয়েত

গাজা উপত্যকায় চলমান যুদ্ধে অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতি সমর্থন প্রকাশের কারণে একজন ভারতীয় নারীকে নির্বাসিত করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।

দেশটির দৈনিক সংবাদপত্র আল-রাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। উক্ত নারী কুয়েতের আল-সাবাহ হাসপাতালে নার্স হিসাবে কর্মরত ছিলেন বলে জানা যায়।

সংবাদপত্র আল-রাই অনুসারে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ইসরায়েলের প্রতি সংহতি ও সমর্থন ঘোষণা করেছিলেন এই নারী। এছাড়াও ফিলিস্তিনিদের সন্ত্রাসী হিসাবে বর্ণনার পাশপাশি ইসরায়েলি পতাকাও প্রদর্শন করেন তিনি।

তার এমন কর্মকাণ্ডের ভিত্তিতে কুয়েতের ‘সাধারণ অপরাধ তদন্ত বিভাগের’ কাছে অভিযোগ দায়ের করেন দেশটির আইনজীবী বন্দর আল মুতাইরি।

জিজ্ঞাসাবাদের সময় তদন্ত বিভাগের কাছে পুনরায় ইসরাইলপন্থী অবস্থান উল্লেখ করে দোষ স্বীকার করেন ভারতীয় এ নারী। অতঃপর তাকে নির্বাসন দেয় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, এটি কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভারতীয়দের নির্বাসনের দ্বিতীয় ঘটনা। এর আগে দেশটির মুবারক আল-কাবীর হাসপাতালে কর্মরত আরেকজন ভারতীয় নার্সকে নির্বাসন দেওয়া হয়। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বোমা হামলার মাধ্যমে ফিলিস্তিনি শিশুদের হত্যা করার মত নৃশংস কাজকে সমর্থন জানিয়েছিলেন ভারতীয় এই নারী। যার ফলে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন আইনজীবী আলী হাবাব আল-দুইখ। উক্ত মহিলা ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।

উল্লেখ্য, কুয়েতের আইন অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরাইলের প্রতি সমর্থন জানানো অপরাধ হিসেবে গণ্য করা হয়। যার ফলে যাবজ্জীবন কারাদণ্ড বা ন্যূনতম পাঁচ বছরের জেল হতে পারে।

সূত্র: মিডল ইস্ট মনিটর ও দি সিয়াসত ডেইলি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img