শুক্রবার | ৭ নভেম্বর | ২০২৫

পাঠদানের সময় খিলাফত সংক্রান্ত বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিবেন: আফগান আমিরুল মুমিনীন

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমীরুল মু’মিনীন বা সর্বোচ্চ নেতা শাইখুল হাদীস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “দরস বা পাঠচক্রে ‘ইমামতে কুবরা’ (বৃহৎ নেতৃত্ব বা খিলাফত) সংক্রান্ত বিষয়গুলোতে বিশেষ মনোযোগ দিবেন, যাতে ছাত্র ও সাধারণ মুসলমানরা শরিয়তসম্মত নেতৃত্বের গুরু দায়িত্ব ও ইসলামের মৌলিক মূল্য সম্পর্কে সচেতন হয়। শতাব্দীর পর শতাব্দী মুসলমানদের মাঝে শরিয়তনির্ভর নেতৃত্ব অনুপস্থিত ছিল। এখন আল্লাহ তা‘আলা ইসলামী ব্যবস্থা কায়েম করেছেন—তাই প্রত্যেক মুসলমানের এর মাহাত্ম্য জানা প্রয়োজন।”

কান্দাহারে আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত মাদরাসা, বিচার বিভাগ এবং ইফতা শাখার কর্মকর্তা ও শিক্ষকদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সভায় আলেম ও ফাজেলদের দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করে হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো মোহাম্মাদী শরিয়তের পূর্ণ বাস্তবায়ন।

তিনি আশ্বাস দেন যে, ইমারাতে ইসলামিয়া তাঁদের কার্যক্রমে সবধরনের সহযোগিতা প্রদান করবে।

ইফতা ও ক্বাযা শাখার ফাজেলদের উদ্দেশ্যে তিনি বলেন, “ইসলামী ব্যবস্থার প্রতিষ্ঠার বড় লক্ষ্য হলো শরিয়তসম্মত আদালত ও সঠিক বিচার ব্যবস্থার মাধ্যমে শরিয়তের প্রয়োগ। তাই আপনারা চেষ্টা করবেন ইফতা ও ক্বাযায় পূর্ণ দক্ষতা অর্জন করতে, যেন মুসলমানদের যথাযথভাবে সেবা করতে পারো। তোমাদের ওপর ক্বাযার গুরু দায়িত্ব অর্পণ করা হবে, তাই সাহসিকতার সঙ্গে শরিয়তসম্মত সিদ্ধান্ত নেবে এবং কোনো প্রভাবের অধীনে থাকবে না, আমারও প্রভাবের অধীনে নই।

তিনি আরও বলেন, যাদের ওপর ফতোয়ার দায়িত্ব থাকবে, তারা অত্যন্ত সতর্ক থাকবে, ফতোয়ার নীতিমালা কঠোরভাবে অনুসরণ করবে এবং বহু আলেমের সঙ্গে পরামর্শ করে মতামত গ্রহণ করবে। ফতোয়ার মূল উৎস হবে প্রাচীন আলেমদের গ্রন্থসমূহ, আর সমসাময়িক আলেমদের ফতোয়াগুলো ব্যবহার করবে সহায়ক উৎস হিসেবে।”

ইমারাতে ইসলামিয়াকে সমর্থন ও সহযোগিতার জন্য আলেম সমাজ এবং সাধারণ মুসলমানদের ধন্যবাদ জানিয়ে আফগান আমীরুল মু’মিনীন বলেন, “ইসলামী ব্যবস্থার প্রতিষ্ঠা, শরিয়তের প্রয়োগ ও ফরমানসমূহ বাস্তবায়নে আপনাদের সহযোগিতা ইমারাতে ইসলামিয়ার জন্য অত্যন্ত মূল্যবান।”

সভায় মাদাসার শিক্ষকদের পাশাপাশি প্রায় বারো শত ফাজেল ও আলেম উপস্থিত ছিলেন। এছাড়াও আফগানিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান ক্বাযিউল কুযাত শাইখুল হাদীস মাওলানা আবদুল হাকিম হাক্কানি, কেন্দ্রীয় দারুল ইফতার প্রধান শাইখুল হাদীস মাওলানা খৈর জান, উচ্চশিক্ষা মন্ত্রী শাইখুল হাদীস মাওলানা নিদা মুহাম্মাদ নাদিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: আরটিএ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img