তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন,”সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করেছি।”
গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানী আঙ্কারায় তুর্কি কনফেডারেশন অব এমপ্লয়ার অ্যাসোসিয়েশনের (টিআইএসকে) সভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন।
বক্তৃতায় এরদোগান বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমাদের অবস্থান স্পষ্ট, তবে তুরস্ক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করেছে।”
তিনি বলেন, “তুরস্ক ইতোমধ্যে সন্ত্রাসবাদের অবসান ঘটিয়েছে।” পাশাপাশি তিনি আইন আল-আরব অঞ্চলে আঙ্কারার পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযানের সমালোচনাকারীদের ও উচিত জবাব দেন।
তিনি আরো বলেন, কোবানিতে ইতোমধ্যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই সম্পন্ন হয়েছে। সেখানে সন্ত্রাসের পরাজয় ঘটেছে। পরবর্তীতে ইদলিবে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবো।
উল্লেখ্য, ৩৫ বছরেরও বেশি সময় ধরে পিকেকে তুরস্কের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে। মহিলা ও শিশু সহ ৪০ হাজার এর ও বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী করা হয় এ সন্ত্রাসী সংগঠনটিকে। ওয়াইপিজি হল সন্ত্রাসী গোষ্ঠীটির সিরিয়া শাখা।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড











