দিল্লির জামে মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি বলেছেন, ভারতের বর্তমান পরিস্থিতি ১৯৪৭-এর চেয়ে খারাপ। তিনি মুসলিম যুব সম্প্রদায়কে আরও বেশি করে ধৈর্য্য ধরে শান্ত থাকার আহ্বান জানান।
শুক্রবার (৬ ডিসেম্বর) জুমার নামাযের খুতবার তিনি এ কথা বলেন।
সৈয়দ আহমেদ বুখারি বলেন, আমরা ১৯৪৭-এর থেকেও খারাপ সময় পার করছি। জানি না ভবিষ্যৎ কোন দিকে গড়াবে। প্রধানন্ত্রীর উচিত তিনজন হিন্দু ও তিনজন মুসলিম নেতৃত্বস্থানীয়কে মুখোমুখী বসিয়ে কথা বলা।
নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার পদের মর্যাদা রক্ষা করা দরকার। বর্তমান পরিস্থিতিতে আপনার উচিত হবে মুসলিমদের হৃদয় জয় করা। যে দুষ্কৃতীরা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে মসজিদে মসজিদে সমীক্ষা চলছে, তাতে শুধুই অস্থিরতা তৈরি হবে।











