সোমবার | ৮ ডিসেম্বর | ২০২৫

যুবকেন্দ্রিক ক্ষমতায়নে সহযোগিতা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও মালদ্বীপ

যুব ক্ষমতায়ন, শিল্পকলা এবং তথ্য বিনিময়ে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও মালদ্বীপ। মালদ্বীপের যুব, তথ্য ও শিল্পমন্ত্রী ইব্রাহিম ওয়াহিদের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলামের সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

রোববার (৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মালের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

হাইকমিশন জানায়, বৈঠকে হাইকমিশনার বলেন, যুবকেন্দ্রিক সহযোগিতা দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে ভবিষ্যতের সহযোগিতার জন্য একটি অত্যন্ত আশাব্যঞ্জক ক্ষেত্র। তিনি যুবকেন্দ্রিক শিল্প ও সাংস্কৃতিক প্রদর্শনী, চলচ্চিত্র উৎসব এবং সৃজনশীল প্রদর্শনী ছাড়াও মিডিয়া, যোগাযোগ এবং ডিজিটাল ক্ষমতায়নের ওপর বিনিময় কর্মসূচি যৌথভাবে আয়োজনে বাংলাদেশের গভীর আগ্রহ প্রকাশ করেছেন।

হাইকমিশনার যুব উন্নয়ন, তথ্য বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব করেন, যার লক্ষ্য হলো সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং দীর্ঘমেয়াদি প্রভাব নিশ্চিত করা।

বাংলাদেশের সাম্প্রতিক অভিজ্ঞতা তুলে ধরে হাইকমিশনার দেশের ঐতিহাসিক গণতান্ত্রিক আন্দোলনের সময় গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক দায়িত্ব এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশি যুবদের অনুপ্রেরণামূলক ভূমিকার কথা তুলে ধরেন।

তিনি বলেন, যুব নেতৃত্বাধীন এ ধরনের উদ্যোগগুলো একটি আরও গণতান্ত্রিক, স্থিতিশীল এবং শান্তিপূর্ণ বিশ্ব সম্প্রদায় গড়ে তোলার জন্য একটি মডেল হিসেবে কাজ করতে পারে।

মালদ্বীপের মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে দৃঢ় আগ্রহ প্রকাশ করেন। তিনি আরও পরামর্শ ও প্রযুক্তিগত বিষয়ে আলোচনার পরে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img