বুধবার | ২৪ সেপ্টেম্বর | ২০২৫

মহানবীর সা.-এর আদর্শ বাস্তবায়নেই মানবতার মুক্তির একমাত্র পথ: খেলাফত মজলিস

খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আদর্শ বাস্তবায়নই মানবতার মুক্তির একমাত্র পথ। আল্লাহ তা’আলা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মাধ্যমে মানব জাতির হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল-কুরআন দিয়েছেন। কিন্তু দ্বীন তথা মহানবীর আদর্শ বাস্তবায়ন না থাকার কারণেই আজ দুনিয়ায় চরম অশান্তি বিরাজ করছে।

শুক্রবার (০৮ জানুয়ারি) খেলাফত মজলিস ঢাকা মহানগরীর লালবাগ জোনের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতি, জুলুম, নির্যাতন, বর্ণবাদ, অর্থনৈতিক শোষণ, যুদ্ধ, সংঘাতে মানবতা আজ বিপর্যস্ত। প্রমাণিত হয়েছে মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দ্বারা মানবতা মুক্তি আসবে না। সুতরাং কুরআন- সুন্নাহর আলোকে আমাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় জীবনকে সুসজ্জিত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামী আদর্শ বাস্তবায়নের প্রচেষ্টা চালাতে হবে।

হাজারীবাগ জামেয়া মা’আরেফুল কুরআন ক্যম্পাসে ঢাকা মহানগরীর সমাজকল্যাণ সম্পাদক হাজী হারুণূর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আবদুল হালিম, মুফতি জুনায়েদ গুলজার, অধ্যাপক ডা. রিফাত হোসনে মালিক, অধ্যাপক মাওলানা আজীজুল হক প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img